BY- Aajtak Bangla

বরফ জমবে ১৫ মিনিটে, লাগবে শুধু গরম জল, ঢপ নয় একদম সত্যি

27 May, 2024

ফ্রিজ আছে বরফ নেই সাধারণত এমনটা খুব কমই শোনা যায়।

ফ্রিজ আছে বরফ নেই সাধারণত এমনটা খুব কমই শোনা যায়।

কারণ গরমে একটু আরাম পেতে যে কোনও শরবতেই একটু বরফকুচি না দিলেই নয়। আর ঠান্ডা জল না থাকলে সাধারণ জলে বরফ মিশিয়ে কাজ চালাতে হয়।

এছাড়া আঘাত লাগলে, কোল্ড কমপ্রেস করতে কাজে আসে বরফই।

তবে, অনেক সময় বরফের ট্রে বের করলে আবার ফ্রিজে রাখতে ভুলে যান অনেকেই। আর বরফ জমাট বাঁধতে বেশ সময় লাগে। 

হঠাৎ করে বরফ দরকার পড়ল আর ফ্রিজে দেখলেন বরফের ট্রে নেই, তখন কী করবেন।

হাতে ১৫ মিনিট সময় নিয়েই বরফ জমিয়ে ফেলুন। এমনই টিপস রয়েছে বরফ জমানোর।

বরফে গরম জল দিলেই গলে যায়। আবার গরম জলে দ্রুত বরফ জমে যেতে পারে।

শুনে অবাক হচ্ছেন, দ্রুত বরফ জমাতে গেলে কাজে আসে গরম জল। জল অল্প ফুটিয়ে নিন। সেই গরম জল ট্রেতে ঢেলে সরাসরি ফ্রিজে ঢুকিয়ে দিন।

মাত্র ১৫ মিনিট হাতে সময় নিন। এর মধ্যেই বরফ জমে যাবে। ব্যস আর চিন্তা নেই দ্রুত বরফ জমানো নিয়ে।