BY- Aajtak Bangla
18 APRIL, 2025
মাছ বাঙালির অন্যতম প্রিয় খাবার। মাছ না থাকলে খাওয়া যেন অসম্পূর্ণ থেকে যায়।
পুষ্টিবিদদের মতে, মাছের পুষ্টিগুণ প্রচুর। নিয়মিত মাছ খেলে শরীর তাজা থাকে।
কলকাতায় প্রচুর মাছ বাজার রয়েছে। তবে শহরের এসব দোকানেই সেরা ভাল মাছ সস্তায় পাওয়া যায়।
পাতিপুকুর রেল ব্রিজের তলায় রয়েছে বিশাল মাছের বাজার। পাতিপুকুর মাছের বাজারে টাটকা মাছ পাওয়া যায়। অন্য বাজারের তুলনায় সস্তায় পাওয়া যায় মাছ।
দক্ষিণ কলকাতার ভবানীপুরে যদুবাবুর বাজারেও ভাল মাছ পাওয়া যায়। এখানেও সস্তায় ভাল মাছ কিনতে পারবেন।
কলকাতার অন্যতম বড় মাছ বাজার হল নিউ মার্কেট। এখানে বিভিন্ন ধরনের ভাল মাছ পাওয়া যায়।
লেক মার্কেটে মাছের বাজারও বিখ্যাত। এখানেও সব ধরনের মাছ পাওয়া যায়।
গড়িয়াহাটের মাছের বাজারও জনপ্রিয়। এই বাজারেও নানা ধরনের মাছ সুস্বাদু মাছ পাওয়া যায়।