21 NOVEMBER, 2024

BY- Aajtak Bangla

শীতে Fridge-এর টেম্পারেচর কত রাখলে বিল ১০০ টাকায় নামবে? শিখে নিন

নভেম্বর মাস শেষ হতে চলেছে। হঠাৎ করে ভালো ঠান্ডা পড়েছে রাজ্যে।

যদিও জাঁকিয়ে শীত আসতে দিন কয়েক দেরি আছে। তবে তার আগে খেয়াল করে দেখবেন ফ্রিজের ডিপ ফ্রিজার বরফের চাদরে ঢেকেছে। 

ডিপ ফ্রিজারে বরফের স্তর বেশি হলেই বুঝবেন, যা ঠান্ডা পড়েছে তা ফ্রিজের সেট করা তাপমাত্রার থেকে কমই।

শীতকালে কোন তাপমাত্রায় টেম্পারেচর সেট করা উচিত তা অনেকেরই অজানা।

শীতে কম তাপমাত্রায় রেফ্রিজারেটর চালানোই ভালো।

শীতকালে রেফ্রিজারেটর খুব একটা ব্যবহার করা হয় না, তাই ফ্রিজ চালাতে পারেন ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

এই তাপমাত্রায় কোন খাবার বা পানীয় নষ্ট হবে না এবং দীর্ঘ সময়ের জন্য তাজা থাকবে।

এই তাপমাত্রায় ফ্রিজ চালালে বিদ্যুৎ বিলও কমে যাবে। শীতে ১০০টাকায় নামিয়ে আনতে পারবেন বিদ্যুৎ বিল।