BY- Aajtak Bangla

 এবছরের ফ্রেন্ডশিপ ডে কবে? অজানা ইতিহাস...  

29 JULY, 2023

মন খারাপ কিংবা ভাল, যে কোনও আবেগ নিমেষে পরিবর্তন করার ক্ষমতা শুধু বন্ধুদের আছে। 

বন্ধুদের জন্য আলাদা কোনও দিনক্ষণ হয় না। 

তবু আরও রকমারি দিন উদযাপনের ন্যায় প্রতি বছর ভারতে এই দিনটি উদযাপন হয় অগাস্ট মাসের প্রথম রবিবার।

এই বছর ফ্রেন্ডশিপ ডে - পড়েছে ৬ অগাস্ট, রবিবার।

বর্তমানে বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয় ভারতেও। 

রেস্তোরাঁ থেকে শপিং মল সেজে ওঠে ভিন্ন ভাবে। একাধিক দোকানে দেওয়া হয় বিশেষ ছাড়। 

সেই সঙ্গে এই বিশেষ দিনে কার্ড, গিফট, খাওয়া -দাওয়া, ছবি - ভিডিও শেয়ার পর্ব চলতেই থাকে বন্ধুদের মধ্যে। 

 একটি কাহিনি অনুসারে ১৯৫৮ সালে হলমার্ক কার্ড নির্মাতা জয়েস হল 'বন্ধু দিবস' পালনের প্রস্তাব রাখেন। 

এরপর ২০১১ সালে জাতিসংঘ, ৩০ জুলাই বিশ্ব বন্ধু দিবস হিসাবে ঘোষণা করে।  

শোনা যায়, ১৯৩৫ সালে আমেরিকা সরকার এক ব্যক্তিকে হত্যা করায়, তার প্রতিবাদে পরের দিন তাঁর বন্ধু আত্মহত্যা করেন। 

দিনটি ছিল অগাস্টের প্রথম রবিবার। এরপর আমেরিকান কংগ্রেস এই দিনটিকে 'বন্ধু দিবস' হিসাবে ঘোষণা করেন।    

ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফ্রেন্ডশিপ ডে-র প্রস্তুতি।