27 May 2025
BY- Aajtak Bangla
ঘন ঘন ব্যাঙ দেখছেন, কীসের ইঙ্গিত জানেন?
বাড়িতে কোনও প্রাণীর ঘুরে বেড়ানো বা বাসা বাঁধা সব সময় কোনও না কোনও ইঙ্গিত বহন করে। কোনও প্রাণীর বাড়িতে থাকা শুভ বলে বিবেচিত হয়। কোনওটার অশুভ।
বাড়িতে দরজার কোণে বা অন্ধকার, স্যাঁতসেঁতে জায়গাতে ব্যাঙ দেখা যায়। বাড়ির আশপাশেও দেখা যায়। ব্যাঙ থাকা কীসের ইঙ্গিত? আসুন জানি।
বর্ষা না থাকা অবস্থায় আপনি যদি হঠাৎ ব্যাঙ দেখতে পান, তাহলে বুঝবেন আপনার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
ব্যাঙ আসলে সুখী জীবন ও সৌভাগ্যের প্রতীক নিয়ে আসে। ব্যাঙের আগমনে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে।
কোথাও যাওয়ার সময় ব্যাঙ যদি আপনার সামনে দিয়ে লাফ দেয় তাহলে বুঝবেন, যে কাজে বেরোচ্ছেন তাতে সাফল্য আসবে।
ব্যাঙ ঘন ঘন দেখতে পাওয়ার অর্থ হল আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন।
যদি ঘরের বাইরে ব্যাঙ দেখতে পান, তার মানে আপনার কর্মক্ষেত্রের ভাগ্য ভালো। কাজের জায়গায় সাফল্য পাবেন।
গাছে ব্যাঙ দেখতে পাওয়ার অর্থ হল ফুলে ফলে আপনার পরিবার ভরে উঠবে। সব ক্ষয়ক্ষতি দূর হবে।
ব্যাঙকে সু সম্পর্কের প্রতীকও মনে করা হয়। ব্যাঙ দেখতে পেলে পারিবারিক কলহের অবসান ঘটে।
Related Stories
নিমেষে ঝকঝকে হবে নোংরা চায়ের ছাঁকনি, এই জিনিস দিন গরম জলে
ক্যান্সার রুখে দেয় দুধ, গবেষকরা বললেন, এভাবে খান
গরমে তালশাঁস কেন খাবেন? উপকারিতা জানলে চমকে যাবেন
কলা হলুদ থাকবে বেশিদিন, কীভাবে? রইল ট্রিকস