BY- Aajtak Bangla

ফোনের চার্জার থেকে অন্তর্বাস! হোটেলে আর কী কী ফেলে যান অতিথিরা?

19th September, 2024

হোটেল রুম থেকে চেকআউট করার সময় তাড়াহুড়োতে অতিথিরা অনেক জিনিসই রুমের মধ্যে ফেলে যান। 

ফোনের চার্জার, হেডফোন, গয়নাগাটি থেকে অন্তর্বাস পর্যন্ত। সাম্প্রতিক এক গবেষণায় তেমনটাই জানা গিয়েছে।

তেমনই এক গবেষণা সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে কয়েকটি চেনা জিনিসই হোটেলে ফেলে যান অতিথিরা। 

গোটা বিশ্বের মোট ৪০০টি হোটেলের কর্মীদের জিজ্ঞেস করে এই তালিকা তৈরি করা হয়েছে।

অতিথিরা চলে যাওয়ার পর ঘর পরিষ্কার করতে গিয়ে অনেক সময়েই হোটেলকর্মীদের নজরে পড়ে বই, সংবাদপত্র বা কোনও ম্যাগাজিন।

বিছানার পাশে রাখা টেবিলেই সাধারণত এগুলি ফেলে রেখে চলে যান অতিথিরা।ঘরের টেবিল, এমনকি শৌচালয়ের ভিতরে পড়ে থাকতে দেখা যায় অতিথিদের রোদচশমাও। 

বিছানার পাশে থাকা প্লাগপয়েন্টে সাধারণত গোঁজা থাকে চার্জার। ফোন চার্জ দিয়ে দিলেও ঘর ছাড়ার সময় অনেক ক্ষেত্রেই চার্জার নিতে ভুলে যান অতিথিরা।

আলমারি থেকে শুরু করে বিছানার উপর, এমনকি বিছানার নীচেও পড়ে থাকতে দেখা যায় অতিথিদের জামাকাপড়। খুঁজে পাওয়া যায় অন্তর্বাসও।

সমীক্ষা করে দেখা গিয়েছে যে, বেশি মালপত্র গোছানোর থাকলে সাধারণত জামাকাপড় ভুল করে হোটেলেই ফেলে রেখে চলে যান অতিথিরা।

এমনকী হোটেল রুমের ড্রয়ার বা লকারে ছোট দুল বা হার পড়ে থাকতেও দেখা গিয়েছে।

 গবেষণায় জানা গিয়েছে, বেরোনোর সময় তাড়াহুড়ো থাকার কারণে হেডফোন ঘরের মধ্যে ফেলে যান অতিথিরা।

সমীক্ষায় এও জানা গিয়েছে, অতিথিরা ডেবিট ও ক্রেডিট কার্ডও ফেলে রেখে চলে যান।