13 May, 2025

BY- Aajtak Bangla

'নান্টু ঘটক' থেকে 'খাইরন লো'-মমতাজের সেরা ৫ হিট গান

বাংলাদেশের লোকগানের রাণী মমতাজ বেগম তাঁর কণ্ঠ, কথা ও হৃদয়ভাঙা সুরে লক্ষ লক্ষ শ্রোতার প্রাণ ছুঁয়েছেন। 

তাঁর গান শুধু বিনোদন নয়, জীবনের কথা, সম্পর্কের টানাপোড়েন, সমাজের বাস্তবতা তুলে ধরে।

"খাইরন লো", এই গান মমতাজের ক্যারিয়ারে বড় মাইলফলক। গ্রামের সহজ সরল মেয়ের চরিত্র তুলে ধরেছে গানটি।

"মরার কোকিলে", বিরহ আর হাহাকার মেশানো হৃদয়স্পর্শী একটি গান। কোকিল পাখিকে প্রতীক করে মমতাজ এক অসাধারণ প্রেমবঞ্চনার গল্প বলেছেন।

"বাসর ঘরের বাত্তি নিভাইয়া" বিয়ের রাতের অনুভূতি এই গান।

"নান্টু ঘটক", একেবারে হাস্যরসাত্মক ভঙ্গিতে সমাজের ঘটকদের চরিত্র ফুটিয়ে তুলেছে। রঙ্গ-ব্যঙ্গের সঙ্গে বাস্তবতাও মিশে আছে এতে। পোলা তো নয়, আগুনের গোলা"

বুকটা ফাইট্টা যায়,

আমি করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার ভালবাসার সেঞ্চুরী।

আগে যদি জানতাম রে বন্ধু