13 April, 2024
BY- Aajtak Bangla
শুভ নববর্ষ তো সবাই বলেন। কিন্তু কত সাল বলতে গিয়ে অনেকেই হোঁচট খান।
তার থেকেও বড় বিষয়টি হল, কবে থেকে এই সাল গোনা হচ্ছে, সেটাও জানা নেই বহু বাঙালির।
১৫৮৪ খ্রিস্টাব্দের ২১ মার্চ থেকে বাংলা বছর, বঙ্গাব্দ গণনা করা হয়। কেন?
মুঘল সম্রাট আকবর ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করে কর ব্যবস্থা চালু করার জন্য এই নতুন বছর চালু করেন।
আকবরের পঞ্জিকার নাম ছিল 'তারিখ-ই-ইলাহি'।
পরবর্তীতে এই পঞ্জিকা 'বঙ্গাব্দ' বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।
আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়।
ফলে মূলত কর ব্যবস্থার জন্যই এই সালের প্রবর্তন হয়েছিল।
আর হ্যাঁ, এবার আমরা ১৪৩১ বঙ্গাব্দে পা রাখছি। তাই শুভ নববর্ষ জানানোর সময়ে এটাও মনে রাখতে ভুলবেন না।