14 March, 2025
BY- Aajtak Bangla
অনেকের বাড়িতেই ফল এনে রাখা হয়। আর সেগুলি ফলের ঝুড়িতে রাখেন অনেকে।
আর ফল রাখা মাত্রই সেখানে ছোট ছোট পোকা ঘোরাঘুরি করতে শুরু করে দেয়।
বাড়িতে ফল রাখলেই কোথা থেকে চলে আসে ছোট ছোট মাছি! এদের ফ্রুট ফ্লাই বলা হয়! আবার অনেকে এই মাছিকে কুনো মাছি বা কুনকুনে মাছিও বলে!
এই মাছিগুলো জীবাণু ছড়ায়। আর সেই ফল খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ।
কিন্তু কীভাবে এই কুনো মাছি থেকে রেহাই পাওয়া যায় আসুন জেনে নিন। ।
ফল কিনে বাড়িতে ঢুকেই পরিষ্কার করে নিন। আলগা ভাবে রাখুন অথবা ভাল পরিষ্কার নতুন প্লাস্টিকের ব্যাগে ভরে রেখে দিন।
ফল কাচের বাটি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করুন। অথবা রেফ্রিজারেটরে ভরে রেখে দিন। কারণ মিষ্টি ফল রাখা থাকলেই পোকা বেশি আসবে।
২ চামচ জলের সঙ্গে ২ চামচ ভিনিগার মিশেয়ে ফলের ঝুড়ির কানায় মাখিয়ে নিতে হবে। এতে আর ফ্রুট ফ্লাইস আসবে না।