ওজন কমাতে চাইলে এই ফলগুলি একদম খাবেন না, অনেকেই জানেন না

28 July, 2024

BY- Aajtak Bangla

ডায়াবেটিসের রোগী। ফল খেতে পছন্দ করেন? তাহলে জেনে নিন কোন ফল খাওয়া উচিত?

আম- ডায়াবেটিস থাকলে বা ওজন কমানোর ডায়েট করলে আম থেকে শত হস্ত দূরে থাকুন। আমে থাকে ৪৫ গ্রাম শর্করা। ফলে আম একেবারেই খাবেন না।

আঙুর- এক কাপ আঙুরে থাকে ২৩ গ্রাম শর্করা। ডায়াবেটিস রোগীরা রয়েসয়ে খান। অতিরিক্ত আঙুর খাবেন না

চেরি- এক কাপ চেরিতে থাকে ১৮ গ্রাম সুগার।

নাশপাতি- শর্করার পরিমাণ ১৭ গ্রাম। কয়েকটি টুকরো টক দই দিয়ে খেতে পারেন। 

তরমুজ- ১৭ গ্রাম সুগার থাকে তরমুজে।

যে ফল খেতে পারেন- অ্যাভোকাডোয় শর্করার পরিমাণ ১.৩ গ্রাম। 

এছাড়া পেয়ারা খেতে পারেন। মাত্র ৫ গ্রাম শর্করা থাকে।

এগুলিতে থাকে পরিমিত মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন সি।