02 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

সারাদিন তো Google করেন, কিন্তু এর পুরো নাম জানেন?

আজকাল Google করেন না এমন লোক নেই বললেই চলে।

যে কোনও তথ্য জানার জন্য গুগলের সাহায্য নিতে হয়। Google-ই যেন প্রথম ও শেষ ভরসা। 

তবে এই পাঁচ বর্ণের শব্দ বা ওয়ার্ড Google আসলে সংক্ষিপ্ত শব্দ। এর একটা সম্পূর্ণ নাম রয়েছে। 

সেই নামটি হল - Global Organisation of Oriented Group Language of Earth

১৯৯৮ সালে Google প্রতিষ্ঠিত হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট ও সফটওয়্যার কোম্পানি। 

সার্জেই বিন ও লারেন্স ল্যারি পেইজ নামে দুইজন Google-এর প্রতিষ্ঠাতা। 

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছে গুগলের সদর দফতর। 

গুগল সারা পৃথিবীতে বিভিন্ন ডেটা সেন্টারে প্রায় এক মিলিয়ন সার্ভার চালায়।