17th June, 2024
BY- Aajtak Bangla
উপযুক্ত যত্নের অভাবে অনেকের ত্বকে দাদ, হাজা, চুলকানির মতো সমস্যা রয়ে যায়। ঠিকমতো সারতে চায় না এই অসুখ।
বিশেষ করে বর্ষাকাল আসলেই ত্বকের এই রোগগুলো মাথা চাড়া দিয়ে ওঠে।
বাজার চলতি বেশ কিছু ক্রিম আছে যেগুলি চর্মরোগের উপশম করে। তবে এ ছাড়াও কিছু ঘরোয়া টোটকা আছে, যেগুলি মানলে মুক্তি পাওয়া যায় হাজা-র মতো চর্মরোগ থেকে।
মূলত হাত ও পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে হাজা চর্মরোগের সংক্রমণ দেখা দেয়। এই অংশগুলি ভাল করে পরিষ্কার না করলে সংক্রমণের আশঙ্কা থাকে।
স্নানের আগে হাত ও পায়ের আঙুলের খাঁজে খাঁজে ভাল করে নারকেল তেল মালিশ করতে হবে।
অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের জন্য জীবাণুর সঙ্গে যুঝতে নিমপাতার জুড়ি নেই। জলে নিমপাতা ফুটিয়ে নিন। তার পর ছেঁকে নিয়ে সেই জল দিয়ে হাত ও পায়ের পাতা পরিষ্কার করুন। আঙুলের ফাঁকে ভাল করে মুছে নিন।
কাঁচা হলুদ বেটে লাগিয়ে নিন হাজা সংক্রমণের উপরে। কিছু ক্ষণ পর হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন গরম জলে।
চন্দনে আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য। হাজা সংক্রমণের উপরে চন্দনের প্রলেপ দিন। সংক্রমণের তীব্রতা কমে আরাম পাবেন উপশমে।
হাজা সারাতে পেঁয়াজ কিন্তু বহু প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হয়ে আসছে।
পেঁয়াজের অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-সেপ্টিক আর অ্যান্টি-বায়োটিক গুণ থাকায় তা সহজেই আপনার হাজার ব্যথা, ফোলা ভাব, প্রদাহ দূর করে আপনাকে আরাম দিতে পারে।
পেঁয়াজ পেস্ট করে আপনার হাজার জায়গায় ভালো করে লাগান। ১৫-২০ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
এক সপ্তাহ ধরে টানা করে যান, দেখবেন হাজা’র জ্বালা অনেকটাই দূর হয়েছে।