BY- Aajtak Bangla
3 JUNE, 2023
এক সময়ে বিয়ের আগে জাতপাত, গোত্র, ঠিকুজি কুষ্ঠীর চুলচেরা বিচার-বিশ্লেষণ হত। এখনও পুরোপুরি বন্ধ হয়নি।
আধুনিক যুগে বিয়ের আগে কোষ্ঠীর চেয়ে জরুরি হল স্বাস্থ্য পরীক্ষা। এজন্যে হবু বর ও বউয়ের কিছু পরীক্ষা আগে থেকে করে নেওয়া উচিত।
এতে যেমন বিবাহিত জীবন সুখের হবে, সেই সঙ্গে সুরক্ষিত হবে আগামী দিনে সন্তানের ভবিষ্যৎও।
রক্তবাহিত নানারকম রোগ হয়,যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া ইত্যাদি সঙ্গীর আছে কিনা, পরীক্ষা করে নিন।
বিয়ের আগে এইচআইভি বা অন্য কোনরকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিসেজ আছে কিনা জানার জন্য পরীক্ষা করানো খুবই প্রয়োজনীয়।
জেনেটিক ডিসঅর্ডার এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়ায়। বিয়ের আগে জেনেটিক টেস্ট করা খুবই জরুরি।
বিয়ের আগে দু'জনেই ফার্টিলিটি টেস্ট করান। পুরুষের ফার্টিলিটি চেক করার জন্য সিমেন টেস্ট আর মেয়েদের জন্য ওভিউলেশন টেস্ট করানো হয়।
ভবিষ্যতে সন্তানকে রোগ মুক্ত রাখতে, আগে থেকেই জেনে রাখুন বর- বউ দু'জনের রক্তের গ্রুপ পরীক্ষা করুন।