24 May, 2023

BY- Aajtak Bangla

ঘরে আছে গঙ্গাজল, ভুলেও করবেন না এই ৫ কাজ

প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা উদযাপিত হয়। এই দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন।

অনেকে প্লাস্টিকের বোতলে বা ক্যানে গঙ্গার জল ভরে রাখতে দেখেছেন। এটা করা একেবারেই অন্যায়।

প্লাস্টিক অপবিত্র। তাই পবিত্র গঙ্গার জল এতে রাখা উচিত নয়। তামা, পিতল, মাটি বা রূপার পাত্রে গঙ্গাজল রাখা যেতে পারে।

গঙ্গা জল সবসময় বাড়ির উত্তর-পূর্ব দিকের মাঝখানে রাখতে হবে। রান্নাঘর-বাথরুমের কাছে একেবারেই রাখবেন না।

নোংরা হাতে গঙ্গার জল স্পর্শ করবেন না। গঙ্গাজল স্পর্শ করার আগে হাত ভালো করে ধুতে হবে।

ঘরে গঙ্গাজল রাখলে পবিত্রতা ও পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন। ঘরে ময়লা একদম রাখবেন না। ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা উচিত নয়।

যে বাড়িতে গঙ্গার জল থাকে, সেখানে ভুল করেও প্রতিহিংসামূলক জিনিস খাওয়া উচিত নয়। মাংস এবং অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলতে হবে।

এই বছর গঙ্গা দশেরা ৩০ মে। যে বাড়িতে গঙ্গার পবিত্র জল রাখা হয় সেই বাড়িতে কখনই এই ৫টি ভুল করা উচিত নয়।