BY- Aajtak Bangla

বাড়িতে ভুলেও এখানে রাখবেন না গঙ্গাজল, জীবন বরবাদ হয়ে যাবে

6 Feb 2025

গঙ্গাজল খুব পবিত্র। পুজো-অর্চনা সবক্ষেত্রে এই জল লাগে। সেজন্য প্রায় সব বাড়িতেই গঙ্গাজল রাখা থাকে।

গঙ্গাজল শুভ। সব পাপ ধুয়ে দেয় গঙ্গাজল। তবে এই গঙ্গাজল যদি বাড়ির ঠিক জায়গাতে রাখা না হয় তাহলে ঘোর অমঙ্গল হতে পারে।

গঙ্গাজল কোনও সময় বাড়ির অন্ধকার জায়গাতে রাখা উচিত নয়। তাতে অমঙ্গল হয়।

গঙ্গাজল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা উচিত। তবেই ভালো ফল মিলবে। 

ঈশান কোণে বসবাস করে ভগবান। সেখানে গঙ্গাজল রাখা সবথেকে শুভ। .

যেদিন মাছ-মাংস খাবেন সেদিন কখনও গঙ্গাজল স্পর্শ করা উচিত নয়। এতে বাড়ির অমঙ্গল হয়। . .

বাড়িতে ঠাকুর ঘরে গঙ্গাজল রাখার চেষ্টা করুন। অন্য জায়গায় রাখবেন না।  . .

গঙ্গাজল কোনও সময় প্লাস্টিকের বোতলে রাখা উচিত নয়। তামা বা কাঁসার পাত্রে তা রাখুন। 

বাড়িতে কেউ মারা গেলে গঙ্গাজল স্পর্শ করবেন না। তা অশুভ বলে মনে করা হয়।