BY- Aajtak Bangla

টবের গাঁদা গাছ হবে ঝাঁকড়া, ভরবে ফুলে, থাকল উপায়

9  NOVEMBER 2023

গাঁদা ফুল আমাদের সকলের কাছেই অতি পরিচিত।  বেশিরভাগ বাড়ির টবে বা বাগানে এই ফুল দেখা যায়।

শীত হোক বা গরম সব সময় এই ফুল ফোটে। কিন্তু শীতকালে এর চাষটা বেশি হয়।

 গাঁদা ফুলের বিভিন্ন জাত ও রঙ থাকলেও উজ্জ্বল হলুদ ও গাড় কমলা রঙ বেশি লক্ষ্য করা যায়।

গাঁদা ফুল বাগানের শোভা বর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পূজা-পার্বন ও গৃ্হসজ্জায় এর ব্যাপক ব্যবহার রয়েছে। 

গাঁদা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন- চায়না গাঁদা, রক্ত গাঁদা, দেশি গাঁদা, বড় ইনকা গাঁদা প্রভৃতি।

এই শীতে বাড়িতে গাঁদা ফুল ফোটাতে চাইলে বাজার থেকে টব এবং গাঁদা ফুলের চারা কিনে আনুন।

দোআঁশ মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে মাটি তৈরি করে টবে ভরে নিন।

টবের মাটিতে গাঁদা ফুলের চারা লাগিয়ে নিন।

প্রতি সপ্তাহে একদিন অন্তত সরষে পচা জল দেবেন।

প্রতিদিন সকাল- বিকেল জল দিন ধীরে ধীরে গাছ বৃদ্ধি পাবে এবং ফুল ফুটবে।