25th August, 2024
BY- Aajtak Bangla
অ্যালোভেরা বা ঘৃতকুমারী অত্যন্ত উপকারী। চুল এবং ত্বকের যত্নে অ্যালোভেরা জেল কার্যকরী।
সহজেই বাড়ির ব্যালকনিতে হবে অ্যালোভেরা গাছ। তার জন্য মানুন কিছু সহজ টিপস।
অ্যালোভেরা গাছের শিকড় খুব বেশি লম্বা হয় না। বেশি গভীরে যেতে পারে না। তাই এই গাছের জন্য অগভীর পাত্র নিত হবে।
গার্ডেন সয়েল, নিম কেক, ভার্মিকম্পোস্ট, কোকোপিট এবং জৈব সার মিশিয়ে তৈরি করুন মাটি।
দিনভর অন্তত এক ঘণ্টা বা দু’ ঘণ্টা সূর্যালোকে রাখুন অ্যালোভেরা গাছ। গাছের গোড়া শুকনো না হলে ফের জল দেবেন না।
অ্যালোভেরা গাছ নিয়মিত কাটিং করুন। তাহলে গাছ বেড়ে উঠবে ঠিক মতো।
অত্যধিক গরমে এই গাছ ভাল থাকে না। তাই ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় এই গাছ রাখবেন না।
গাছের শিকড় বড় হয়ে গেলে রিপটিং করতে হবে। অর্থাত শিকড় অক্ষত রেখে বসাতে হবে বড় পাত্রে।
শিকড়ের কাছাকাছি অংশ থেকে পাতার জেল সংগ্রহ করতে হবে। তাহলে ভাল গুণমানের জেল মিলবে।