3 APRIL 2025
BY- Aajtak Bangla
অনেকেই বাড়ির ভেতরেও অনেক ধরনের গাছ লাগানো শুরু করেছেন। কিন্তু সাধারণ ভাবে এই সমস্ত গাছপালার যত্ন করা খুব কঠিন।
বাগান করার টিপস এবং কৌশল অনেকেই জানেন না। দেশলাই কাঠির উপকারিতা জানা থাকলে গাছগুলিকে সবুজ রাখতে আপনার পক্ষে সহজ হবে।
দেশলাই কাঠির মশলা তৈরির সময় ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম এবং ক্লোরোফিল ব্যবহার করা হয়। আর এসব জিনিস দিলে গাছেরও ভাল হয়।
এই সমস্ত রাসায়নিক উপাদানগুলি গাছের জন্য কীটনাশক হিসাবেও দারুণ কাজ করে।
ফসফরাস গাছের শিকড় মজবুত করে। এতে থাকা সালফার এবং ম্যাগনেসিয়াম গাছের ক্লোরোফিল বৃদ্ধিতে সাহায্য করে এবং তাদের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে।
প্রথমে টবের মাটি ভাল করে ভেজাতে হবে। এর কয়েক ঘন্টা পর একসঙ্গে ১০টা দেশলাই কাঠির বারুদের দিকটা মাটিতে গুঁজে তা চাপা দিয়ে দিন।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, দেশলাইগুলোর একে অপরের থেকে কিছুটা দূরত্বে রাখতে হবে।
মনে রাখতে হবে, ১০টির বেশি কাঠি ব্যবহার করবেন না। আর তা ১৫ দিনের বেশি টবে রাখবেন না।
টবে দেশলাই কাঠি থাকাকালীন সার দেবেন না। এই কাজটি অন্তত এক মাস করতে হবে।