22 April 2024

BY- Aajtak Bangla

v

ছাদে বস্তায় হবে কিলো কিলো শসা, এটাই চাষের সময়, রইল টিপস

বিবিধ পুষ্টিগুণ রয়েছে শসায়। এতে প্রায় ৯৫ শতাংশ জল থাকে। গরমে খেলে উপকার।

বাড়িতেই শসা চাষ করতে পারেন। এজন্য বড় বাগানের দরকার নেই। 

সিমেন্টের খালি বস্তায় চাষ করুন শসা। বাম্পার ফলন হবে। রইল টিপস।

বস্তায় পর্যাপ্ত পরিমাণে দোআঁশ মাটি এবং গোবর সার মিশিয়ে মাটি তৈরি করুন।

শসার বীজ কিনে এনে মাটির একটু ভিতর দিকে পুঁতে দিন।৩০

মাটিতে নিয়মিত জল দিন। এক সপ্তাহে ছোট ছোট চারা গাছ বেরোবে।

চারা গাছ বেরোনোর ২০ দিন যত্ন দরকার। পর্যাপ্ত সূর্যালোক এবং জল দরকার। নইলে গাছ পুষ্টি পাবে না।

গাছের উপযুক্ত বৃদ্ধির জন্য জৈব সার দরকার। বাজার থেকে জিঙ্ক, কপার, সালফেট, ফসফরাস, সীসা, অ্যামনিয়া যুক্ত সার ব্যবহার করুন।

শসা গাছ লতানে হয়। গাছ বড় হলেই চারদিকে বাঁশ এবং সুতোর সাহায্যে মাচা তৈরি করুন।

দেড় মাসেই শসা গাছে ফল ধরবে। নিয়মিত জল ও সার দিন।