13 NOV, 2024

BY- Aajtak Bangla

টবের মাটি এভাবে তৈরি করুন, শীতের ফুলগাছ বাড়ছে চড়চড়ে করে

বর্তমানে অনেকেই টবে ছাদ বাগান করেন। তবে ছাদে টবে ফুলগাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাটি। এই মাটি তৈরির পদ্ধতি ভাল করে না জানার কারণে সফল হতে পারেন না অনেকে।

জেনে নিন ছাদ বাগানে টবের জন্য মাটি তৈরির সহজ পদ্ধতি।

কী কী লাগবে:দোঁ-আঁশ মাটি, ভার্মি কম্পোস্ট, গোবর সার বা পাতা পচা সার, বালি, কোকোপিট, হাড়গুঁড়ো, নিমখোল গুঁড়ো, ইমসম সল্ট।

মাটি অবশ্যই ঝুরঝুরে করে নিতে হবে। সবচেয়ে ভাল হয় যদি নার্সারি থেকে মাটি কেনা যায়।

প্রথমে মাটিতে কোনও ঢেলা জাতীয় জিনিস থাকলে তা ভারী কিছু দিয়ে গুঁড়ো করতে নিতে হবে। অথবা বালি চালার চালনি দিয়ে চেলেও নিতে পারেন।

ঘাস বা পাতাও যতটা সম্ভব পরিষ্কার করে নিতে হবে।

এবার উপরে বলা সব ধরণের উপাদানগুলি নিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে জল ছিটিয়ে মাটি ফেলে রাখুন রোদে দিন দুয়েক। মাঝে মাঝে জল দেবেন।

তিনদিনের মাথায় আর জল না দিয়ে মাটি ভাল করে শুকিয়ে নিয়ে ফেলে রাখুন।

ব্যাস, এবার তারপর আপনি এই মাটি টবের জন্য ব্যবহার করতে পারবেন।