23 DEC, 2024

BY- Aajtak Bangla

কতটা সর্ষের খোল কতদিন পচিয়ে ফুলগাছে দেবেন? অনেকেই জানেন না

শীতকালে অনেকেই ছাদে নানা ফুলগাছ লাগান। তবে, বহু লোক জানেন না গাছের খাদ্য সম্পর্কে।

খুব সামান্য খরচে ছাদ বাগান কিংবা মাটিতে লাগানো যে কোনও গাছের জন্য আপনি নিজেই তৈরি করে নিন সার। একটি শতভাগ প্রাকৃতিক জৈব সার। ফুল, ফল বা যে কোনও সবজির জন্য প্রায় সকল প্রকার মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে এই সারে।

এজন্য এই সারকে গাছের সুপারফুড বলা হয়ে থাকে।

২০০ গ্রাম সর্ষের খোল বাজার থেকে কিনে আনুন। তারপর ১ লিটার জলে ৭ দিন ভিজিয়ে রেখে পচিয়ে নিন।

খোল পচানোর সময় পাত্র বা বোতলের মুখে ছোট একটা ফুটো করে দেবেন। 

পচে গেল ওই খোল পচা জল ১০ লিটার জলে ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেছে আপনার জৈব সার।

প্রতিটি গাছের গোড়ার মাটি নিড়ানি দিয়ে আলগা করে ১ কাপ পরিমাণ সার প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিন।

এভাবে প্রতি ১৫-২০ দিন পর পর আপনার গাছে এই সার প্রয়োগ করুন। কয়েক দিনের মধ্যেই গাছের পরিবর্তন দেখে আপনি অবাক হবেন।

১৫ দিন পরপর দেবেন না। এতে গাছ ভরে উঠবে ফুলে ফুলে।