2 MAY, 2025
BY- Aajtak Bangla
অনেকেই বাড়ির ভেতরেও অনেক ধরনের গাছ লাগানো শুরু করেছেন। কিন্তু সাধারণ ভাবে এই সমস্ত গাছপালার যত্ন করা খুব কঠিন।
গোলাপ ফুলের রানি। ঘরে রাখলে সৌন্দর্য বাড়ায়। রং ও সুগন্ধ মনকে খুশি করে।
কয়েকটি টিপস মানলে বাড়ির গাছই ভরে উঠবে গোলাপে।
গোলাপ গাছের বেশি সূর্যালোক প্রয়োজন। টব খোলা জায়গায় রাখুন। অন্তত ৬ ঘণ্টা সূর্যের আলো দরকার।
নতুন গোলাপের চারা রোপণ করলে প্রতিদিন জল দিন।
গাছ বড় হলে সপ্তাহে একবার জল দিন। পাত্রে যেন গর্ত থাকে। যাতে মাটি আর্দ্র থাকে।
এর কয়েক ঘন্টা পর একসঙ্গে ১০টা দেশলাই কাঠির বারুদের দিকটা মাটিতে গুঁজে তা চাপা দিয়ে দিন।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, দেশলাইগুলোর একে অপরের থেকে কিছুটা দূরত্বে রাখতে হবে।
মনে রাখতে হবে, ১০টির বেশি কাঠি ব্যবহার করবেন না। আর তা ১৫ দিনের বেশি টবে রাখবেন না।
টবে দেশলাই কাঠি থাকাকালীন সার দেবেন না। এই কাজটি অন্তত এক মাস করতে হবে।