18 APRIL, 2025

BY- Aajtak Bangla

সুগন্ধী জুঁই ফুলে ভরবে গাছ, করুন এই সহজ কাজ

গরমের ফুল বেল, জুঁই। বর্ষা পর্যন্ত ফোটে ফুলগুলি। সাদা ফুলের সুবাসে ভরে যায় বাগান। তেমনই আশায় জুঁই গাছ বসিয়েছিলেন।

গরমের ফুল

কয়েকমাসে গাছের বাড়-বৃদ্ধি ভাল হলেও কুঁড়ির সংখ্যা কম। জেনে নিন জুঁই গাছে বেশি ফুল আনার উপায়। জুঁইয়ের বিভিন্ন প্রজাতি আছে।

জুঁইয়ের বিভিন্ন প্রজাতি

সাধারণত আরবিয়ান জুঁই বা মোগরা ফুলটি বেশি জনপ্রিয়। জেনে নিন এই গাছে ফুল বেশি আনার জরুরি শর্ত।

জুঁই গাছ নির্দিষ্ট সময় অন্তত সঠিক পদ্ধতিতে ছেঁটে দেওয়া দরকার। গাছের যে অংশ থেকে নতুন ডালপালা বেরোচ্ছে, যত্ন করতে হবে সেগুলির। ছেঁটে ফেলুন পুরনো ডাল। তা ছাঁটলেই সেখান থেকে নতুন ডালপালা বেরোবে।

কাটছাঁট

পুষ্টির অভাব হলে গাছে ফুল কমে যাবে, সেটাই স্বাভাবিক। জুঁই ফুল বেড়ে ওঠার সময় তাই গাছের খাবার অর্থাৎ সঠিক মাত্রায় সার প্রয়োগ জরুরি।

গাছের খাবার

সর্ষের খোল সার হিসাবে খুবই ভাল। মাসে একবার সর্ষে খোল প্রয়োগ করা যায়। তবে গরম খুব বেশি হলে সর্ষের বদলে নিম খোল বা নিম কেকের গুঁড়ো ব্যবহার করতে পারেন।

সর্ষে খোলে ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম থাকে।সর্ষে খোল জলে ২ দিন ভিজিয়ে রাখুন। তারপর এক কাপ সর্ষে খোলা পচা সারের সঙ্গে ১০ কাপ জল মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করুন। আবার সর্ষে খোল গুঁড়ো সরাসরি মাটিতে ছড়িয়ে দেওয়া যায়।

গোবর দিয়ে তরল সার তৈরি করেও তা গাছে প্রয়োগ করা যায়। গোবর সারে নাইট্রোজেন, ফসফরাস, সালফারের মতো খনিজ মেলে, যা গাছের বৃদ্ধির জন্য জরুরি।

ঘুঁটে বা গোবর সার জলে বেশ কয়েকদিন পচতে দিন। তরল সার জলে মিশিয়ে তারপর মাটিতে প্রয়োগ করুন। মাটি শুকনো থাকাকালীন জলে মিশিয়ে পাতলা করে এই সার দিতে হয়।

গাছে কুঁড়ি এলে, ফুল ফুটতে শুরু করলে ১৫ দিন অন্তর কলার খোসা বা পেঁয়াজের খোসা পচানো সার ব্যবহার করতে পারেন। এতেও গাছে ফুল ভাল হবে।

কুঁড়ি এলে

তবে সার মানেই তা অতিরিক্ত দেওয়া যায় না। মেপে বুঝে দেওয়া দরকার। না হলে হিতে, বিপরীত হবে।