BY- Aajtak Bangla
24 OCT, 2024
যারা বাগান করতে ভালোবাসেন তাদের বাগানে অন্তত একটি করে গোলাপ গাছ থাকবেই। কিন্তু গাছ লাগানোর পর ফুল আসে না অনেক সময়।
তবে চিন্তা করবেন না, আজ আমরা আপনাকে এমন কিছু কথা বলব যা আপনার বাগানকে ফুলে ভরিয়ে তুলবে।
গোলাপ গাছে উপচে পড়া ফুল চাইলে আপনাকে কিছু বিশেষ যত্ন নিতে হবে। গাছের গোড়াতে এই কয়েকটি জিনিস দিতে হবে।
কলার খোসা ছোট ছোট টুকরো করে এক জগ জলে ঢেকে দুই দিন রাখতে হবে। তারপর এখন একই জল গোলাপের গোড়াতে ঢালতে হবে। কয়েকদিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করবে।
ডিমের খোসা ব্যবহার করতে পারেন। ডিমের খোসা ধুয়ে এর গুঁড়া করতে হবে। তারপর গোলাপের গোড়ার মাটি সরিয়ে ঢেলে দিতে হবে।
গোলাপ গাছের গোড়া থেকে কিছু মাটি বের করে রোদে রাখতে হবে। তারপরে আপনাকে গোবর মিশিয়ে গোড়াতে দিয়ে দিতে হবে।
একটি পাত্র নিন এবং তাতে এক চামচ ফটকিরি দিন। এভাবে সারারাত রেখে দিন। সকালে এই জল গোলাপ গাছের গোড়াতে ঢেলে দিন। কয়েকদিনের মধ্যেই ফল পাবেন।
আপনি এক গ্লাস জল নিন এবং এতে ২ গ্রাম সালফার যোগ করুন। মাটিতে সালফার অর্থাৎ পটাশ পাওয়া মাত্রই গোলাপের শিকড় সজীব হতে শুরু করে।
গোলাপের শিকড়ে কফি বিনও ব্যবহার করতে পারেন। কফি গুঁড়ো করে সার হিসেবে ব্যবহার করুন।
আপনি গাছের শিকড়ের জন্য সার হিসাবে সাদা ভিনিগার ব্যবহার করতে পারেন। যে কোনও তরল সারের সঙ্গে সাদা ভিনিগার ভালোভাবে মেশাতে হবে, তারপর শিকড়ে ঢেলে দিতে হবে।