28 JULY, 2023
BY- Aajtak Bangla
খালি পেটে কাঁচা রসুন খেলে কী হয়?
অনেকেই সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান। এভাবে রসুন খেলে বেশ কিছু উপকার পাবেন।
এটি হজমের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। তবে একদিনে নয়। নিয়মিত খেলে তবেই উপকার পাবেন।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কাঁচা রসুন খেলে পেটের বিভিন্ন সমস্যা থেকেও মুক্তি মিলবে।
বদহজম, পেট ফাঁপা ও ঢেঁকুরের সমস্যা থাকলে নিয়মিত কাঁচা রসুন খেলে উপকার পাবেন।
হাই ব্লাড প্রেশার থাকলেও কাঁচা রসুন বেশ উপকারী।
সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেলে তা দীর্ঘ মেয়াদে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
তবে সবার কাঁচা রসুন সহ্য না-ও হতে পারে। বিষেশত অ্যাসিডিটির সমস্যা থাকলে কাঁচা রসুন না খাওয়াই শ্রেয়।
অ্যাসিডিটির সমস্যা থাকা অবস্থায় কাঁচা রসুন খেলে কষ্ট আরও বাড়তে পারে। তাই একেবারে সু্স্থ অবস্থাতেই কাঁচা রসুন খাওয়া উচিৎ।
যাঁরা রক্ত পাতলা করার ওষুধ নিচ্ছেন, তাঁদেরও রসুন খাওয়া উচিৎ নয়।
Related Stories
কুকুর কামড়ালেই জলাতঙ্ক, আগেভাগে বুঝে কামড় থেকে বাঁচুন
ট্রেনের টিকিটে কনফার্ম হয়নি? এই ট্রিকসটা কাজে লাগান
ত্বকে নতুন প্রাণ দেবে এই একটি জিনিস, বলিরেখা গায়েব হবে
মাথায় রাখুন চাণক্যর এই কথা, কখনও টাকার অভাব হবে না