BY- Aajtak Bangla
27 FEBRUARY, 2025
রসুনই পারে আপনার মধ্যে থাকা ঘুমন্ত ঘোড়াকে জাগিয়ে তুলতে। এক কোয়া রসুনেই হতে পারে অসাধ্য সাধন। কিন্তু তা খেতে হবে একটি বিশেষ কায়দায়।
একটি কড়াইয়ে অল্প গাওয়া ঘি দিয়ে রসুন নেড়ে নিন। তারপর সেটি খান।
তবে রসুন খাওয়ার পর হালকা গরম জল বা দুধ খেলে আরও উপকার পাবেন। এতে শরীরের স্নায়ুও সতেজ হয়ে ওঠে।
নিয়ম করে কাঁচা রসুন খেলে স্ত্রী ও পুরুষ দুই পক্ষের যৌবন দীর্ঘস্থায়ী হয়।
ফলে বিবাহিত জীবন আরও মশলাদার হয়ে উঠতে পারে।
রোজ তিন-চার কোয়া কাঁচা রসুন খেলে কাজ হবে ম্যাজিকের মত।
এক মাস এই রুটিন মেনে চলার পর ইচ্ছা হলে সপ্তাহে তিন দিন এই নিয়ম মেনে চলুন। রান্নাতেও অনেক বেশি রসুন ব্যবহার করুন।
তবে বেশি রসুন খেলে তা থেকে অ্যালার্জি হতে পারে। তাই অ্যালার্জি থাকলে রসুন না খাওয়াই ভাল।