BY- Aajtak Bangla
09 Feb, 2025
কাজের চাপ, আধিুনিক জীবনে স্ট্রেস অকালে চুল পাকিয়ে দেয়।
চুল পড়া, আর চুল পাকার সময়্যা এখন কমন সমস্য়া।
অনেকেই মাথায় বিভিন্ন ধরনের শ্যাম্পু, কন্ডিশনার মাখেন। তাতে কাজের চেয়ে অকাজ বেশি হয়।
রসুন ব্যবহার করে আপনি দারুণ উপকার পেতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, চুলের স্বাস্থ্যের জন্য রসুন খুবই উপকারী। . .
রসুনে রয়েছে ভিটামিন, খনিজ। যা চুলের গোড়া মজবুত করে। এটা লাগালে সাদা হওয়া চুল ক্রমশ কালো হয়. . .
নিয়মিত মাথায় রসুন তেল লাগালে নতুন কালো চুল গজাবে।
রসুনের কোয়া, অলিভ অয়েল, নারকেল তেল মিশিয়ে রসুনের তেল তৈরি করা যায়।
মাথায় রসুনের তেল মালিশ করলে চুল পড়ার সমস্যা দূর হবে।