19 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

কেজি কেজি রসুন হবে বাড়িতেই, চাষের সহজ পদ্ধতি শিখে নিন

রোজ বাড়িতে চিকেন, মটন, ডিমে রসুনের প্রয়োজন হয়।

তবে রসুন হাতের কাছেই পেয়ে যাবেন যদি চাষ করেন বাড়িতেই। জেনে নিন সহজ উপায়।

বোতলে রসুন চাষ করতে হলে শুধু বোতলের মাথার দিকটা কেটে নিতে হবে।

সেটি কেটে পরিষ্কার মাটি দিতে হবে।

মাটি যেন একেবারে পরিষ্কার থাকে সেদিকে নজর রাখবেন।

মাটিতে পাথর বা অন্য কাঁকড় থাকলে তা গাছের বৃদ্ধিতে প্রভাব ফেলে।

প্রথমে বোতলে মাটি রাখুন, এর উপরে রসুনের কোয়া রাখুন। রসুনের কোয়ার ওপর কিছুটা মাটি ও সার দিয়ে এতে জল ঢালুন।

এবার  রসুনের কোয়া ভালো করে মাটি চাপা দিয়ে কয়েকদিন অপেক্ষা করুন। কয়েক দিনের মধ্যেই গাছের বৃদ্ধি দেখতে পাবেন। এরপর অল্প অল্প জল দিতে থাকলে গাছ ভরে আসবে রসুন।

তারপর যত খুশি রসুন খান, আর কিনতে হবে না।