BY- Aajtak Bangla

এক রাতেই কমবে দলা দলা চুল পড়া, সাদা এই আমিষ সবজি ঘষলেই কালো চুলের বাগান

19th june, 2024

মেয়ে হোক বা ছেলে চুল পড়ার সমস্যা সকলেরই হয়ে থাকে। কিন্তু চুল পড়ার সমস্যা শেষ হয় না। 

কত কিছু করে কত নামিদামী তেল শ্যাম্পু ব্যবহার করেও চুলের হাল ফেরানো মুশকিল হয়ে পরে।

তবে এই চুল পরে টাক হয়ে যাওয়ার হাত থেকে আপনাকে বাঁচাতে পারে আপনার ঘরে থাকা এই বিশেষ উপাদানটি। আর সেই উপাদানটি হল রসুন।

পেঁয়াজের মতোই রসুনও চুলের জন্য খুব উপকারী। জেনে নিন কীভাবে প্রয়োগ করবেন।

রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। ফলে রসুনের তেল বা রসুনের পেস্ট চুলে ব্যবহার করলে চুলের গোড়ায় এটি জীবাণুকে মেরে ফেলে ফলে চুলের গোড়া মজবুত হয়।

রসুনে ভিটামিন সি থাকে যা চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। এছাড়াও রসুনে সালফার থাকে। সালফার চুল পড়া আটকাতে ও চুলকে শক্তিশালী করতে ভীষণ উপকারী একটি উপাদান।

অনেক সময় চুলের সঠিক প্রোটিনের এবাবেও চুল পড়া বেড়ে যায় সেক্ষেত্রে চুলে রসুনের কার্যকারিতা অসাধারণ। চুল পরে যাওয়া আটকাতে ম্যাজিকের মতো কাজ করে রসুন।

আমাদের চুলে সূর্যের অতিবেগুনি রশ্মি ব্যাপক ক্ষতিসাধন করে। চুলের কেরাটিন নষ্ট করে দেয়। যার ফলে চুল পড়ার মাত্রা বেড়ে যায়।

কিন্তু রসুনের ব্যবহারে আমাদের চুলকে রসুন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। ফলে চুল পড়া রোধ হয়।

নারকেল তেলের সাথে খোসা ছাড়ানো রসুন ভালো করে পেস্ট করে মিশিয়ে অল্প অল্প গরম করে সপ্তাহে ২-৩ দিন চুলে ম্যাসাজ করলে চুলের সমস্যায় বেশ উপকার পাবেন।

তেল মেখে কিছুক্ষন রেখে দিয়ে শ্যাম্পু করে নিন তাহলেই হবে। এতে চুল সিল্কিও হবে।