BY- Aajtak Bangla

১ কোয়া রসুন শুধু, ব্যস, তাতেই গজাবে কালো চুল, আর টাক পড়বে না

17 September  2024

চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাই চুলের যত্ন নেওয়া জরুরি।

অনেকেরই অল্প বয়সে চুল পড়ে যায়। আবার একটা বয়সের পর চুল পেকে যায়।

 তাই অনেকেই মাথায় বিভিন্ন ধরনের শ্যাম্পু, কন্ডিশনার মাখেন। কিন্তু তাতে খুব একটা ফল পাওয়া যায় না।

তবে ঘরোয়া উপায়েই চুলের সমস্যা মেটাতে পারবেন সহজেই। শুধু রসুন লাগবে।

বিশেষজ্ঞদের মতে, চুলের স্বাস্থ্যের জন্য রসুন খুবই উপকারী। . .

রসুনে রয়েছে ভিটামিন, খনিজ। যা চুলের গোড়া মজবুত করে। . .

নিয়মিত মাথায় রসুন তেল লাগালে নতুন কালো চুল গজাবে।

রসুনের কোয়া, অলিভ অয়েল, নারকেল তেল মিশিয়ে রসুনের তেল তৈরি করা যায়।

মাথায় রসুনের তেল মালিশ করলে চুল পড়ার সমস্যা দূর হবে।