BY- Aajtak Bangla
26 September 2024
রান্নাঘরের অন্যতম মশলা হল রসুন। রান্নায় রসুন লাগেই। এই মশলা দিলে স্বাদ বেড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, রসুন আমাদের শরীরের জন্য উপকারী। রসুন খেলে নানা রোগ সেরে যায়।
রসুন খেলে হৃদরোগের ঝুঁকি কমে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
তেমনই আবার রসুনের নানা টোটকা মেনে চললে নানা উপকার পাওয়া যায়।
রোজ রাতে বালিশের নীচে রসুন রেখে ঘুমোলে জীবন বদলে যাবে। . .
বালিশের নীচে রসুন রেখে ঘুমোলে হতাশা দূর হয়। . .
রাতে বালিশের নীচে রসুন রেখে ঘুমোলে ঘুম ভাল হয়। অনিদ্রার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
বালিশের নীচে হলুদ রেখে ঘুমোলে মশা-মাছি দূর হয়। কাছে ঘেঁষে না।