16 MARCH, 2025

BY- Aajtak Bangla

একটা রসুনেই ঘর থেকে পালাবে সব মশা, কীভাবে ব্যবহার?

গরম কালে মশার উপদ্রব বাড়ে। যত্রতত্র মশার উৎপাত হয়। সন্ধের পর থেকে মশা ভনভন করে ঘুরে বেড়ায় বাড়িতে।

বাজার থেকে কেনা অয়েলে মশা সব সময় তাড়ানো যায় না। কিন্তু রসুন যদি ঠিকমতো ব্যবহার করা যায় তাহলে বাড়িতে মশা ঢুকবে না। কীভাবে রসুন ব্যবহার করবেন? আসুন জেনে নিই। 

 সেজন্য একটা পাত্রে খানিকটা জল নিয়ে প্রথমে তা গরম করতে হবে। সেই জলের মধ্যে দিতে হবে রসুনের কয়েকটা কোয়া। 

সেই জল ভালোভাবে ফোটাতে হবে। মিনিট পাঁচেক পর জল যখন গরম হয়ে যাবে তখন সেই পাত্র থেকে জল নিয়ে সারা ঘরে ছিটিয়ে দিতে হবে। তাহলেই মশা পালাবে। 

দিনের যে কোনও সময় এই রসুনের জল ঘরে ছিটোতে পারেন। বাজার থেকে কেনা মশা মারার অয়েলে পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তবে এই জলের কোনও ক্ষতিকারক দিক নেই। 

মশা তাড়ানোর আর একটা সহজ কৌশল হল কফি। একটা পাত্রে বা ফয়েল পেপারে সামান্য কফি নিয়ে তার উপর জ্বলন্ত কয়লা রাখতে হবে।

সেখান থেকে যে ধোঁয়া বের হবে তা মশা মারার জন্য উপযুক্ত। মশার সঙ্গে সঙ্গে সব ধরনের পোকামাকড়ও ঘর থেকে বিদায় নেবে।

মশা তাড়ানোর আর একটা ভালো উপায় হল কর্পুর। বিকেলবেলা আধঘণ্টা মতো কর্পুর জ্বালিয়ে রাখুন। মশা তাহলে আর ধারেকাছে ঘেঁষবে না।

একইভাবে পাত্রে গরম জল নিয়ে তারমধ্যে কর্পুর রাখলে মশা আসবে না।