7th September, 2024

BY- Aajtak Bangla

৫ মিনিটেই ভ্যানিস হবে গ্যাস বার্নারের ময়লা, রান্নার গ্যাসও চলবে বেশিদিন, উপায়

তেল, ময়লা জমে গ্যাস ওভেনের চারপাশে। আর রান্না করার সময় এটা হবে স্বাভাবিক বিষয়।

গ্যাস ওভেন, বিশেষত গ্যাস বার্নার থেকে তেলচিটে দাগ তুলতে বেশ ঝক্কি পোহাতে হয়।

সপ্তাহে একদিন গ্যাস ওভেনের বিশেষ যত্ন নেওয়া দরকার। সাধারণ উপায়ে গ্যাস বার্নার কীভাবে পরিষ্কার করবেন জানুন।

গরম জলে তেঁতুল ও ডিটারজেন্ট মিশিয়ে নিন। সেই জলে গ্যাস বার্নার চুবিয়ে রাখুন। একঘণ্টা পর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। দেখবেন গ্যাস বার্নার ঝকঝক করছে।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

গরম জলে লেবুর রস ফেলে দিন আর দু চামচ বেকিং সোডা। এতে গ্যান বার্নার দুটো চুবিয়ে রাখুন। এরপর ব্রাশে ডিটারজেন্ট দিয়ে ভাল করে ঘষে নিলেই চকচক করবে গ্যাস বার্নার।

গ্যাস বার্না‌রের ভিতর কয়েক ফোঁটা ভিনিগার ফেলে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর একটি স্পঞ্জের সাহায্যে বার্না‌র মুছে নিন। তারপর বাসন মাজার তরল সাবান দিয়ে ধুয়ে ফেলুন। সমস্ত তেলচিটে দাগ দূর হয়ে যাবে।

একটা পাত্রে গ্যাস বার্নার রেখে তার ওপর হার্পিক ফেলে দিন। এরপর ব্রাশ দিয়ে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যাবে গ্যাস বার্নার।

গরম জলে ইনো আর ডিটারজেন্ট দিয়ে নিন। এরমধ্য়ে গ্যাস বার্নার দুটি ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর বার্নার তুলে লেবুর খোসা আর নুন দিয়ে ঘষতে থাকুন। বার্নারের ময়লা উঠে যাচ্ছে।