BY- Aajtak Bangla
16 MARCH, 2025
সব বাড়িতেই এখন গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়ে থাকে। গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে নতুন সিলিন্ডার আনতে হয় এবং তা সেট করতে হয়।
গ্যাস সিলিন্ডার ওভেনের সঙ্গে কানেক্ট করতে গেলে প্রথমে সিলিন্ডারের ক্যাপ খুলতে হয়।
তবে সেই ক্যাপ খুলতে গেলে অনেকের অসুবিধে হয়। কীভাবে ক্যাপ খুলতে হয়, জেনে নিন সহজ ট্রিকস।
গ্যাস সিলিন্ডারের ক্যাপের সঙ্গে একটি সুতো লাগানো থাকে। সেই সুতো টানলেই যে ক্য়াপ খুলে যাবে-এমনটা কিন্তু নয়। এই ক্যাপ খোলার একটা কায়দা আছে।
প্রথমে সুতোটা ক্যাপের মাঝে আনতে হবে। তারপর আলতো টানতে হবে সেই সুতো। তাহলেই সামনের লকটা সামনের দিকে বেরিয়ে আসবে।
এবার সেই লক বেরিয়ে আসার পর ক্যাপ বা ঢাকনাটা খুলে দিতে হবে। তাহলেই হবে।
কোনও কোনও গ্যাস সিলিন্ডারের ক্যাপের সঙ্গে আবার সুতো লাগানো থাকে না।
সেক্ষেত্রে একটা চামচ ব্যবহার করতে হবে। সেই চামচটা ঢোকাতে হবে লকের কাছে।
তারপর সেই চামচে চাপ দিয়ে লকটা সামনের দিকে টানতে হবে। তাহলেই লক খুলে যাবে।
প্রতিদিন নিয়ম করে সঠিক পরিমাণে জল খেতে হবে। মুখে তাহলে কোনও দুর্গন্ধ এমনিতেই হবে না।