BY- Aajtak Bangla
9 APRIL, 2025
রান্নার জন্য আমরা সকলেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি।
কখনও খেয়াল করে দেখেছেন, গ্যাস সিলিন্ডারের গায়ে ইংরেজিতে নম্বর লেখা থাকে।
গ্যাস সিলিন্ডারের গায়ে A-26, D-29, B-25 এরকম কোড লেখা থাকে। এর মানে কী?
এই কোডগুলি গ্রাহকদের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই জানা খুবই জরুরি।
সিলিন্ডারগুলিকে মোট ৪টি সিরিজে ভাগ করা হয়। A, B, C এবং D।
A, B, C এবং D ব্যবহার করা হয় মাস বোঝাতে। A মানে জানুয়ারি-ফেব্রুয়ারি ও মার্চ মাস বোঝায়।
B মানে এপ্রিল-মে-জুন মাস বোঝায়। C মানে জুলাই-অগাস্টড-সেপ্টেম্বর বোঝায়। আর D মানে অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর বোঝায়।
ধরা যাক, কোনও সিলিন্ডারে লেখা রয়েছে D 29। তার মানে এই সিলিন্ডারটির মেয়াদ বা এক্সপায়ারি ডেট ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে।
অর্থাৎ, এই কোডটি আসলে গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট বোঝায়। তাই জানাটা জরুরি।