24 May, 2023

BY- Aajtak Bangla

গ্যাসের কারণে প্রবল মাথাব্যথা? ৫ উপায়ে চুটকিতে মুক্তি 

পেটে গ্যাসের কারণে মাথাব্যথা হলে লেবু জল পান করা খুবই উপকারী।

ভাল ফলাফলের জন্য হালকা গরম জলে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে পান করুন।

গ্যাসের কারণে মাথাব্যথা হলে মাথায় তেল মালিশ করলেও উপশম পাওয়া যায়।

ম্যাসাজ করার জন্য পেপারমিন্ট বা ল্যাভেন্ডার তেল ব্যবহার করুন, ব্যথা চলে যাবে।

মাথাব্যথা দূর করতে চাইলে ৫-৭টি তুলসী পাতা চিবিয়ে খান।

পেটে গ্যাসের কারণে মাথাব্যথা হলে যতটা সম্ভব জল পান করুন।

মাথাব্যথার সমস্যায় অস্থির থাকলে হারবাল চা-ও খেতে পারেন।

গ্যাসের কারণে মাথাব্যথার মতো পরিস্থিতিতে আদা চা সেরা।