BY- Aajtak Bangla

কেমন বন্ধু থাকা উচিত? জানালেন গৌর গোপাল দাস

1st October, 2024

মোটিভেশনল স্পিকার গৌর গোপাল দাস বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়।

তাঁর বলা প্রতিটি কথা জীবনের সঙ্গে মিলে যায়। বাস্তবকে সামনে রেখেই তিনি দেন পরামর্শ।

কতটা ভালোবাসা-টান-ভরসা-বিশ্বাস থাকলে বন্ধু হওয়া যায় সেই উল্লেখ করেছেন তিনি।

বন্ধুদের আয়না ও তার প্রতিচ্ছবির মতো হওয়া উচিত।

কারণ আয়না কখনও মিথ্যা কথা বলে না।

ছায়া কখনও আপনাকে একা ছাড়বে না।

ভাল বন্ধু আয়নার মতো হয়। কখনও আপনাকে মিথ্যা কথা বলবে না।

ভাল বন্ধু কখনও এই ভেবে কথা লুকাবে না যে অপরজন কী ভাববে।

তা সে অপ্রিয় কথাও হতে পারে। ভাল বন্ধু কখনও সঙ্গ ছাড়ে না।

কখনও কখনও আলোর ছটাক না থাকলে ছায়া কিছুক্ষণের জন্য ক্ষীণ থাকে।

যখনই আলোর ছটাক দেখা যায়, ছায়া ফিরে আসে। আর যায় না।