BY- Aajtak Bangla
26 MAY, 2024
তাঁর কথা বহু মানুষকে রোজ উদ্বুদ্ধ করে। খুব সহজ ভাষায় একটি জটিল বিষয়কে বুঝিয়ে দেন তিনি।
তিনি গৌরগোপাল দাস। তাঁর কথা শোনার জন্য বহু মানুষ ভিড় করেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
ইনস্টাগ্রামসহ নানা সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা অগণিত।
ভালবাসা চিনে নেওয়ার পদ্ধতি নিয়েও একটি মূল্যবান পরামর্শ দিয়েছেন গৌর গোপাল দাস।
গৌর গোপাল দাস তাঁর সাম্প্রতিক ভিডিয়োতে বলেন, সম্পর্ক আর ব্যবসার মধ্যে তফাত রয়েছে।
দুই ক্ষেত্রেই বিনিময় প্রথা রয়েছে। কিন্তু ব্যবসায় বিনিময় করার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা থাকে। সম্পর্কে তা নয়।
সম্পর্কে এই বিনিময় স্বতঃস্ফূর্তভাবে হয়। তাই কিছু দিলে কিছু ফিরে পাওয়া যায়।
কখনও কখনও না চাইতেও পাওয়া যায় কিছু জিনিস। যা ব্যবসায় কখনও হয় না।
সম্পর্ক ততক্ষণই ভালবাসায় ভরপুর যতক্ষণ সেখানে বাধ্যবাধকতা নেই।
বাধ্যবাধকতা এসে গেলে সেই সম্পর্ক আর মধুর থাকে না। তা কিন্তু ব্যবসায় পরিনত হয়।