BY- Aajtak Bangla
27 July 2024
মানুষ তখনই সুখী হন, যখন জীবনে সাফল্য আসে। তবে সহজে কিন্তু কেউই সফল হন না। ।
সাফল্য পেতে হলে এবং সুখী হতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে। তা হলেই সাফল্য হাতের মুঠোয়।
এমনই কিছু পরামর্শ দিয়েছেন গৌর গোপাল দাস। কোনও ব্যক্তি যদি এসব পরামর্শ মেনে চলেন, তা হলে সফল হবেনই। জেনে নিন... ।
গৌর গোপাল দাস বলেছেন যে, লোকে কী ভাববে, কী বলবে, এই নিয়ে আমরা মাথা ঘামাই। তাই মন দিয়ে শুধু নিজের কাজ করুন। পাছে লোকে কে কী বলল কান দেবেন না। ।
তাঁর মতে, ভাল মানুষের উপদেশ মানুন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিজস্ব বিচারবুদ্ধি দিয়ে নিজেকেই নিতে হবে। ।
গৌর গোপালের পরামর্শ, কখনও হতাশ হবেন না। ভাগ্যকে কখনও দোষ দেবেন না। পরিশ্রম করে যান। কোনও না কোনও দিন ফল পাবেনই। ।
গৌর গোপাল বলেছেন যে, সব আকাঙ্খা পূরণ হয় না। সব প্রত্যাশা মেটে না। তাই বাস্তবটা মেনে নিতে হবে। বাস্তব যত দ্রুত মেনে নিতে পারবেন, তত সুখী হবেন। আর কষ্ট পাবেন না।
গৌর গোপাল দাস বলেছেন, যে কোনও কাজ মন দিয়ে করুন। যখন যে কাজ শুরু করবেন, সেটাই সঠিক সময়।
সমস্যা থেকে কখনও পালাবেন না। বরং সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে তার মোকাবিলা করুন।