5 NOVEMBER, 2024
BY- Aajtak Bangla
ব্যবসাকে অনেকে পেশা হিসাবে বেছে নেন। অনেক সময় পরিশ্রম করেও সাফল্য মেলে না।
এবার ব্যবসায়ে সাফল্য পাওয়ার মন্ত্র দিলেন খোদ আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।
মাত্র ১৬ বছরে গিয়েছিলেন মুম্বই। পকেটে টাকা ছিল না। শেখেন হিরের কাজ।
তার পর হিরে লেনদেনের ব্যবসা শুরু করেন। প্রথম আয় ১০ হাজার টাকা! সেই থেকে উত্থান আদানির।
গৌতম আদানি মনে করেন, ‘সাফল্য কিছুটা ভাগ্যের খেলা। যাঁরা জেতেন তাঁরা অতি প্রশংসিত হন। আর যাঁরা হেরে যান তাঁরা কঠোর ভাবে সমালোচিত হন।’
আদানি গ্রুপের প্রধান দীর্ঘকালীন পরিকল্পনার দিকে নজর দেওয়া এবং অতীতের ঝুঁকিপূর্ণ দৃঢ় পদক্ষেপ থেকে অনুপ্রাণিত হতে পরামর্শ দেন।
কীভাবে এই সাফল্য? তার ৫ মন্ত্র দিলেন শিল্পপতি গৌতম আদানি।
আদানি বলছেন, জীবনে লক্ষ্য বেছে নিন। ১০-২০ বছর পর নিজেকে কোথায় দেখতে চান, সেটা এখনই ঠিক করুন।
নিজেকে ও অন্যদের যে কথা দিয়েছেন তা পূরণ করুন। নিজের প্রতি দায়বদ্ধ হোন। লক্ষ্যের জন্য জানপ্রাণ দিন।
কোনও বিষয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। সাহস নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন। নিজের মস্তিষ্কের উপর ভরসা করুন।
জীবনে সুযোগ আসবে। সেটাকে কাজে লাগান। দ্রুত সিদ্ধান্ত নিন। সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ুন।
প্রতিনিয়ত প্রযুক্তি ও সমাজ বদলাচ্ছে। তার দিকে নজর রেখে নিজের কৌশলও বদলাতে হবে। তবে সাফল্য মিলবে।
জীবনে শেখা চালিয়ে যেতে হবে। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। তবেই সাফল্য পাওয়া যাবে।