BY- Aajtak Bangla
11 April 2024
জ্যোতিষশাস্ত্র অনুসারে আঙুলে রত্ন বা পাথর ধারণ করলে মঙ্গল হয়। নানা বাধা কাটে। চাকরি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি হয়। পারিবারিক শান্তি ফিরে আসে।
কিন্তু, রত্ন ধারণ করলেই তো হল না। সঠিক আঙুলে সঠিক পাথর পরতে হবে। তবেই কাজ দেবে। যদি তা না করেন তাহলে কিন্তু যে উদ্দেশ্যে পরেছেন তা কাজে দেবে না।
জ্যোতিষ মতে, তর্জনীতে ধারণ করা উচিত ইয়োলো স্যাফায়ার, টোপাজ, মুনস্টোন, হোয়াইট পার্ল ইত্যাদি।
মধ্যমায় ধারণ করা উচিত নীলা, হীরা, গোমেদ। জ্যোতিষের কথা মেনে সোনা বা রূপোর আংটির সঙ্গে পরা উচিত।
কনিষ্ঠায় ধারণ করা উচিত ক্যাটস আই, পাণ্ণা, হীরা ইত্যাদি।
অনামিকায় ধারণ করা উচিত চুনি, লাল পলা, ক্যাটস আই ইত্যাদি।
জ্যোতিষ মতে বুড়ো আঙুলে কোনও পাথর পরা উচিত না।
জ্যোতিষশাস্ত্রে সর্বদা রত্ন পরিধান করা উচিত কুণ্ডলীতে গ্রহের অবস্থান দেখিয়ে, জ্ঞান ছাড়া রত্ন পরিধান করা উচিত নয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ডান হাতের মাঝের আঙুলে লোহার আংটি পরা উচিত।
তামার আংটি ধারণ করলে নানা রূপ সুফল পাওয়া যায়। তামার আংটি ধারণের আঙুল হল অনামিকা।হাতের পাঁচটি আঙুলের মধ্যে অনামিকা হল সূর্যের আঙুল। তাই এই আঙুলেই তামার আংটি ধারণ করতে হয়।