15 Sept 2024
BY- Aajtak Bangla
বিয়েতে বড় শখ করে হয়তো পাথরওয়ালা আংটি কিনেছিলেন। কিন্তু তার দ্যুতি হয়তো নষ্ট হয়ে যাচ্ছে।
অনেকে আবার জ্যোতিষ মেনে রত্ন ধারণ করে থাকেন। কিন্তু যে সোনা বা চাঁদির আংটির উপর সেই রত্ন থাকে তা হয়তো ফ্যাকাশে হয়ে গেছে।
রত্নও রং হারাচ্ছে যেন ক্রমাগত। তাহলে কীভাবে আগের চেহারায় ফিরে পাবেন সেই রত্ন বা আংটি? আসুন জানি।
গয়না হোক বা পাথর কোনওটাই কড়া কেমিক্যাল বা অ্যাসিড দিয়ে পরিষ্কার করা উচিত নয়। এতে আংটির বা পাথরের ক্ষতি হয়।
হিরের আংটি পরিষ্কার করুন নরম ব্রাশ দিয়ে। দাঁত মাজার ব্রাশ এক্ষেত্রে বেস্ট। গরম জলে ব্রাশ ভিজিয়ে তা পরিষ্কার করতে পারেন।
বেকিং সোডাও রত্ন পরিষ্কারের দারুণ কার্যকর। একটি নরম ব্রাশের মধ্যে খুব সামান্য বেকিং সোডা নিয়ে গয়নাগুলিতে আলতোভাবে ঘষুন। তাহলে পরিষ্কার হবে।
মুক্তো কোনওসময় বেকিং সোডা, সাবার জল দিয়ে ধোওয়া উচিত নয়। ঠান্ডা জল দিয়ে তা পরিষ্কার করা উচিত।
তবে চুনির মতো রত্ন বাসন ধোওয়ার তরল দিয়ে পরিষ্কার করতে পারেন। তবে বেশি পরিমাণে দেবেন না।
অন্য সব রত্ন হাল্কা গরম জলে পরিষ্কার করে নিন। তুলো বা সুতির কাপড় দিয়ে সেই সব রত্ন মুছুন। তাহলেই আগের জেল্লা ফিরে আসবে।