02 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

স্নানের পরেও ভেজে না শরীরের কোন অংশ জানেন? অনেক পণ্ডিতও ভিরমি খাবে

এমন অনেক প্রশ্ন আছে, যার উত্তর আমাদের মাথাতেই আাসে না। 

তবে সবার থেকে আলাদা থাকতে গেলে কিছু জিনিস জেনে রাখতে হবে তো।

দেশের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেনারেল নলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। 

বেশির ভাগ পরীক্ষার্থীরই এতে ভালো নম্বর পাওয়া কঠিন।

তাই সবসময় কিছু অজানা প্রশ্ন দেখলে তার উত্তর জেনে রাখা জরুরি।

মানবদেহের যে অঙ্গ প্রতিনিয়ত পরিবর্তনশীল? উত্তর- ভ্রু

কোন প্রাণীর দুধ থেকে দই তৈরি হয় না? উত্তর- উট

মানুষের কোন অঙ্গ যা স্নানের পরেও ভেজে না? উত্তর- ছায়া।