25 JANUARY, 2025

BY- Aajtak Bangla

ভারতের জাতীয় পতাকা কার বানানো, জানেন?

ভারতের জাতীয় পতাকা কে তৈরি করেছিলেন? তা অনেকেই জানেন না। ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া।

তিনি একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। গান্ধীজীর শিষ্য ছিলেন তিনি।

তাঁর তৈরি এই নকশাটিই পরবর্তীতে ভারতের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়।

পিঙ্গালি ১৯২১ সালে প্রথম ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করেন।

১৯৩১ সালে একটি চূড়ান্ত নকশা তৈরি করেন। এই নকশায় তিনি গেরুয়া, সাদা এবং সবুজ রঙ ব্যবহার করেছিলেন।

ভারতের জাতীয় পতাকার তিনটি রঙের প্রতীকি অর্থ রয়েছে. গেরুয়া: ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক, সাদা: সত্য এবং শান্তির প্রতীক

সবুজ: উর্বরতা এবং জীবনের প্রতীক অশোক চক্র রয়েছে যা ধর্ম এবং ন্যায়ের প্রতীক।

১৯৪৭ সালে সংবিধান সভা এই পতাকাকে জাতীয় পতাকা হিসেবে গৃহীত করে।