BY- Aajtak Bangla
12 Sep, 2024
আমাদের রোজকার ব্যবহারের অনেককিছুর ক্ষেত্রেই ইংরেজি নাম ব্যবহার করে থাকি। তবে তার বাংলা নাম কী সেটা জানি না।
যেমন ধরুন, টেবিল বা চেয়ার! এগুলো তো ইংরেজি শব্দ! বলতে পারবেন এত দিনের ইংরেজি বলার অভ্যাসের পর…টেবিলের বাংলা কী?
দৈনন্দিন জীবনে আমরা দেশিবিদেশি মিশ্র শব্দ বেশি ব্যবহার করে থাকি। কথ্য ভাষা এমন, অনেক মিশ্র শব্দের উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে আছে।
মোবাইল ফোন, পেন এ সমস্ত কিছুই ইংরেজি শব্দ। আমরা এ সমস্ত কিছুর বাংলা কী তা অনেকেই জানি না।
আবার আমাদের খাবার যেমন, আনারস, পাউরুটি, কফির মতো শব্দগুলি পর্তুগীজ ভাষা থেকে এসেছে।
একই ভাবে দৈনন্দিন ক্যাফে, রেস্তোরাঁ, কুপন হল ফরাসি শব্দ।
চেয়ার ইংরেজি শব্দ হলেও এর বাংলা অনেকেই মনে রেখেছেন। চেয়ারের বাংলা হল কেদারা। সোফা হলে আরাম কেদারা!
শুরুর দিকে বাংলায় ‘মেজ’ শব্দ ব্যবহৃত হত টেবিল বোঝাতে। টেবিল শব্দটিও পুরোপুরি ইংরেজি নয়। এসেছে অন্য ভাষা থেকে।
মেজ ফারসি ভাষা। বাংলাতেও এই শব্দের ব্যাপক চল ছিল এক সময়। তবে টেবিলের সবচেয়ে পরিচিত প্রতিশব্দ ছিল ‘চৌপায়া’।