10 MARCH 2025
BY- Aajtak Bangla
গরমে দিনরাত সিলিং ফ্যান চালাতে হয়। একটা নয়, বাড়ির সদস্য বেশি থাকলে দিনরাত সব ঘরে ফ্যান তোলে।
তীব্র গরম থেকে বাঁচতে সিলিং ফ্যান সবথেকে বেশি আরাম দেয়।
যে কোনও এসি-কুলারের তুলনায় সিলিং ফ্যান সস্তা। খরচও অনেক কম।
তবে অনেকেই জানেন না ফ্যান চালালে কত বিল আসে। সব বাড়িতে দিনে ১০-১২ ঘণ্টা তো অন্তন ফ্যান চলেই।
এতে কত বিল আসে জানা আছে কি? তবে জানুন। সেই অনুযায়ী ফ্যান চালানো হলে বিল বেশি আসবে না।
সিলিং ফ্যান একটানা অনেকক্ষণ চলে। তাই কোম্পানিগুলি বেশি পাওয়ারের ফ্যান তৈরি করে। সাধারণত সিলিং ফ্যান ৭০ ওয়াট থেকে ১০০ ওয়াট হয়।
এবার ধরুন, আপনার ফ্যান ৭০ ওয়াট -এর, তাহলে এটি ঘণ্টায় ৭০ ওয়াট বিদ্যুৎ খরচ করবে। ১০ ঘণ্টা চললে ৭০০ ওয়াট শক্তি খরচ করবে। তাহলে ১০ ঘন্টায় ০.৭kWh (কিলোওয়াট/ ঘন্টা) ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
যদি বিদ্যুতের রেট প্রতি ইউনিট ৭.৫০ টাকা হয়, সেই অনুযায়ী ১০ ঘণ্টা ফ্যান চললে ৫.২৫ টাকা খরচ হবে। ফলে মাসে ৩০ দিন সিলিং ফ্যান চালালে খরচ হবে ১৫৭.৫ টাকা।
তবে কম বিদ্যুৎ ব্যবহারকারী BLDC ফ্যান কিনলে ২৫ ওয়াট থেকে ৫০ ওয়াটের মধ্যে পাওয়া যায়। সাধারণ ফ্যানের এই সিলিং ফ্যানের খরচ অর্ধেক।