03 AUG, 2023

BY- Aajtak Bangla

GK: পরোটাকে ইংরেজিতে কী বলে? বলুন তো...

আপনি যদি কোনও প্রতিযোগিতামূলক বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, তাহলে আজ আমরা আপনার জন্য কিছু বিশেষ জেনারেল নলেজের প্রশ্ন নিয়ে এসেছি।

নীচের এই প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে। তাই প্রশ্নগুলি ভালো করে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করুন।

প্রশ্ন: পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কে প্রথম বলেছিলেন? উত্তর: কোপার্নিকাস

প্রশ্ন: আমরা কখন 'জাতীয় ক্রীড়া দিবস' উদযাপন করি? উত্তর: ২৯ অগাস্ট

প্রশ্ন: ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? উত্তর: সমুদ্রগুপ্ত

প্রশ্ন: পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কে প্রথম বলেছিলেন? উত্তর: কোপার্নিকাস

প্রশ্ন: পরোটাকে ইংরেজিতে কী বলে? উত্তর: পরোটাকে ইংরেজি Flatbread বলা হয়।

প্রশ্ন: এমন প্রাণী কোনটি, যতদিন বেঁচে থাকে কখনও অসুস্থ হয় না? উত্তর: এটি আর কেউ নয় তিমি মাছ, যতদিন বেঁচে থাকে ততদিন অসুস্থ হয় না।

প্রশ্ন: আমেরিকার সিলিকন ভ্যালি কীসের জন্য বিখ্যাত? উত্তর: আমেরিকার সিলিকন ভ্যালি ইলেকট্রনিক্সের জন্য বিখ্যাত।