BY- Aajtak Bangla

ভুল হলেই বলেন SORRY, এই শব্দের আসল অর্থ কী? অনেকেই ভুল জানেন

23rd October, 2024

আমাদের অনেক কথার মধ্যেই ইংরাজি অনেক শব্দ চলেই আসে। যা আমাদের কথার সঙ্গে মিশে গিয়েছে।

সেরকমই একটি শব্দ হল সরি (SORRY)। কোনও ভুল করলে বা কারোর সঙ্গে ঝগড়া করার পর আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি।

আমরা চাই বা না চাই, মন থেকে বলি বা না বলি, সরি কিন্তু এমন একটি শব্দ হয়ে গিয়েছে যা না বলে গোটা একটা দিন কাটানো খুব কম মানুষেরই হয়।

এই একটি শব্দ SORRY বলতে বলতে আমরা প্রায় অভ্য়স্ত হয়ে গিয়েছি।

মনস্তাত্ত্বিকভাবে বলা হয়, যখন কেউ ভুল না করে SORRY বলে, তখন সেই ব্যক্তি সহজেই অন্যের আস্থা অর্জন করে থাকেন।

কিন্তু জানলে অবাক হবেন যে অনেক সময় SORRY শব্দটি ব্যবহার করা মানসিক দুর্বলতার লক্ষণ হিসেবেও বিবেচিত হতে পারে।

এই শব্দের অর্থ অনেকেই যেটা জানেন তা হল দুঃখিত অথবা FORGIVENESS শব্দের বিকল্প হিসেবে বিবেচনা করেন।

কিন্তু SORRY শব্দের আসল মানে অন্য। যেটা শুনলে আকাশ থেকে পড়বেন।

SORRY-র প্রকৃত অর্থ হল 'অনুশোচনা করা'। 'সরি' মানে হল, অনুশোচনা করা বা আমাদের ভুলের জন্য অনুতপ্ত হওয়া।

একইসঙ্গে এর অর্থ, দুঃখিত বলার পরে, একই ভুল আর আপনি পুনরাবৃত্তি করবেন না। 'SORRY' শব্দটি ইংরেজি শব্দ 'sarig' বা 'sorrow' থেকে এসেছে। এর অর্থ 'রাগ বা অসন্তুষ্টি'।