16 DECEMBER, 2024
BY- Aajtak Bangla
অনেক সময় কুকুর রাস্তায় আক্রমণ করে, আর এমন হলে অনেকেই আতঙ্কিত হয়ে যান। বোঝা যায় না কেন হঠাৎ ক্ষেপে উঠছে কুকুরটি?
কিন্তু কুকুরের মতো আপাত নিরীহ প্রাণীর এমন রেগে যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। কুকুররা সাধারণত মানুষ বা অন্যান্য প্রাণীকে আক্রমণ করে তখনই যখন তারা রেগে যায়।
আমরা সকলেই দেখেছি মাঝে মাঝে কুকুর অসম্ভব রেগে যায় কোনও একজন ব্যক্তির দিকে তেড়ে যায় বা আক্রমণ করে। এ নিয়ে গবেষণায় এবার উঠে এল এক চমকপ্রদ তথ্য।
গবেষণা বলছে মানুষ বা অন্যান্য প্রাণী দেখলে কুকুরের রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু কিছু কিছু রং দেখলে কুকুররাও আরও বেশি রেগে যায়।
এখন প্রশ্ন হল, যদি তাই হয়, তাহলে সেই রঙগুলি কী কী? চলুন জেনে নেওয়া যাক এই নিয়ে সম্পূর্ণ তথ্য।
সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে অন্যান্য কিছু প্রাণীর মতো কুকুররাও বিশেষ রং দেখলে রেগে যায়।
এই রিপোর্টে বলা হয়েছে যে কুকুর লাল রং দেখলে রেগে যায়।
রেগে থাকা কুকুর আপনার পিছনে তাড়া করতে পারে বা আপনাকে আক্রমণ করতে পারে।
রিপোর্টে আরও বলা হয়েছে যে কিছু কুকুর কালো রঙ দেখতেও পছন্দ করে না। এই রং দেখলেই কুকুরগুলো জোরে ঘেউ ঘেউ করতে থাকে।