BY- Aajtak Bangla

জেন- বিটা বাচ্চা কারা জানেন? এদের রয়েছে এই বিশেষ বৈশিষ্ট্য  

31 JANUARY, 2025

২০২৫,  নতুন বছর শুরু হয়েছে। যা, বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এবছর থেকেই এসেছে এক নতুন প্রজন্ম। 

২০২৫ থেকে শুরু হয়েছে  একটি নতুন প্রজন্ম। ২০২৫ সালে যারা জন্মাবে, তারা হল জেনারেশন বিটা। এই পর্যায় চলবে ২০৩৯ পর্যন্ত। 

জেনারেশন আলফা আধুনিক প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেছে। এদিকে জেনারেশন বিটা নিজে থেকেই চালিত পরিবহন ব্যবস্থা দেখবে বলে মনে করা হচ্ছে।

এই নতুন প্রজন্মের গোটা জীবনটা প্রযুক্তি দিয়ে মোড়া হবে। ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে ঢুকে পড়বে অত্যাধুনিক প্রযুক্তি। তারাই জীবন পরিচালন করবে।

তাদের দৈনন্দিন জীবনের অন্যতম অংশ হবে ভার্চুয়াল পরিবেশ। এছাড়া স্বাস্থ্যক্ষেত্রের আধুনিক প্রযুক্তি, যা শরীরের খুঁটিনাটির উপরে নজর রাখবে, তেমন প্রযুক্তি পরে থাকবে সর্বক্ষণ।

১৯৮১ থেকে ১৯৯৬ পর্যন্ত যাদের জন্ম, তারাই অন্তর্ভুক্ত মিলেনিয়ালদের মধ্যে। 

যারা ১৯৯৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে জন্মেছেন, তাদের জেন-জ়ি বলা হয়। 

২০১০ সাল থেকো ২০২৪ সালের মধ্যে জন্ম যাদের, তারা জেন-আলফা।